কার্যবিবরণী: কমিটির সভা – 3

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির তৃতীয় সভা ০৫/০৪/২০২৪ শুক্রবার রাত ১০:৩০ টায় জুম প্লাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়। সংস্থার চেয়ারম্যান এহসানুল হক জসীমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন লন্ডন থেকে মাহফুজুর রহমান। সভার আলোচ্যসূচী:

() চলমান কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেওয়া

() বিগত সভার সিদ্ধান্তসমূহ পর্যালোচনা

() আয়ব্যয়ের হিসাব

() বিবিধ

সিদ্ধান্তসমূহ

() সভার শুরুতে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের কার্যনির্বাহী সদস্য নাজমা বেগম নাজুর মমতাময়ী মা (৮ নং ঝিংগাবাড়ী ইউনিয়নের রাজপুর নিবাসী মরহুম শামসুল হক সাহেবের স্ত্রী) এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয় এবং শোকপ্রস্তাব গৃহিত হয়। তিনি গত ০৭/০৩/২০২৪তারিখেইন্তেকালকরেন।

() কার্যনির্বাহী কমিটির দুজন পদবীধারিকে সম্মানী প্রদানের বিষয়ে আলোচনা হয়। সংস্থার কাজকে গতিশীল করার লক্ষ্যে আগামী মে মাস থেকে ২০২৪ সালের বাকি সময়ের জন্য কমিটির সম্পাদক পদের দুই জনকে তিন হাজার টাকা করে সম্মানী প্রদান করার সিদ্ধান্ত গৃহিত হয়। সংস্থার বিভিন্ন প্রকল্প ও কার্যক্রম তাঁদের আন্তরিক প্রচেষ্টা ও দক্ষতার মাধ্যমে যথাযথভাবে মনিটরিং হবে বলে সভায় অংশগ্রহণকারীরা আশাবাদ ব্যক্ত করেন। 

() কানাইঘাট উপজেলার মক্তব ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে চলমান গবেষণা প্রকল্পের মাঠ পর্যায় থেকে ডাটা কালেকশনের কাজ শেষ করার জন্য এপ্রিল মাস পর্যন্ত সময় বৃদ্ধি করা হয়। আশা করা যায়, সংশ্লিষ্টরাএপ্রিলমাসেরমধ্যেইডাটাকালেকশনেরকাজশেষকরেগবেষণাপ্রকল্পেরকাজেগতিদানকরবেন।

() মার্চ মাসের আয়ব্যায়ের হিসাব পেশ করা হয়, এবং আয়ব্যয়ের হিসাব ধন্যবাদের সহিত গৃহিত হয়। মোট আয় ২১ হাজার টাকা, এবং ব্যয় ১০ হাজার টাকা। পুর্বের মাসের উদ্বৃত্ত তিন হাজার টাকা। (আয়মাহফুজুর রহমান, লন্ডন১০ হাজার+আশিক উদ্দিন (Uddin Ashik), পিতা হাজী ঈদ্রীস আলী, গ্রাম বড়দেশ নয়াগাউ১০ হাজার + ম্তিউর রহমান, বড়দেশ১ হাজার। ব্যয়ওয়েব সাইট বাবৎ প্রদান ১০ হাজার টাকা, গত মাসেও ১০ হাজার টাকা দেওয়া হয়, আরো ১৫ হাজার পরিশোধ করা হবে) হাতে আছে১৩ হাজার, ব্যংকে জমা আছে১ হাজার। বর্তমান মোট ফান্ড১৪হাজারটাকা।

() প্রচার সম্পাদক রোমান হাফিজ ওয়েবসাইট মনিটরিং করবেন। ওয়েবসাইট যাতে নিয়মিত আপডেটের থাকে এই ব্যাপারে দুই দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদক ওয়েবসাইটের দায়িত্ব অচিরেই বুঝে নেবেন।

() মার্চ মাসে অনুষ্ঠিত সভায় বিবিধ আলোচনায় ইমাম প্রশিক্ষণ এবং কানাইঘাট বাজারে সংস্থার অফিস নেওয়ার ব্যাপারে আলোচনা হয়। বিষয়টি আগামী সভায় উত্থাপনের জন্য রেখে দেওয়া হয়। একইভাবে মক্তবভিত্তিক বৃত্তি পরীক্ষার রূপরেখা প্রণয়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট উপকমিটি গঠন করা হয়েছিলো, আগামী সভায় তারা রিপোর্ট পেশ করবেন। গঠনতন্ত্র প্রণয়নের জন্য পাঁচ সদস্য বিশিষ্ট যে উপকমিটি গঠন করা হয়েছিল, এই কমিটিও আগামী সভায় আপডেট জানাবেন।