মে/২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের মে/২০২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব নিম্নে দেওয়া হলো। আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে ‘পুর্বের জমা’ একটা দিক। পুর্বের জমার বিষয়টি দেখতে গত মাসের মিটিংয়ের রেজুলেশন দেখে নিতে পারেন, ওয়েবসাইটে আপ করা আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে।
আমরা শুরু থেকে বলে আসছি, কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব চাওয়ার সুযোগ থাকবে না কারো। কারণ, হিসাব নিয়মিত দেওয়া হবে। সুযোগ থাকবে, প্রদত্ত হিসাব নিয়ে যে কারো প্রশ্ন তুলার। অনেকে বলেন, ‘‘হিসাব আমার কাছে, যে কেউ ইচ্ছা করলে দেখতে পারবেন যে কোন সময়।’’ সেই কেউ যখন ইচ্ছা করে, অনেক ক্ষেত্রে তখন ঝামেলা বাঁধে। আমাদের আয়-ব্যয়ের হিসাব সব সময় ওপেন থাকবে।
মে/২০২৪ মাসের হিসাব তৈরি করা হয়েছে মে মাসে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা থেকে জুন মাসের সভার তারিখ পর্যন্ত। জুন মাসের নিয়মিত মাসিক সভা বাংলাদেশ সময় আজ রাত ১০ টায় অনুষ্ঠিত হবে। এই সভায় আয়-ব্যয়ের হিসাব পেশ ও পর্যালোচনার পর পাশ করা হবে। মে মাসের হিসাব কিছু কারো কোন যৌক্তিক প্রশ্ন থাকলে উত্থাপন করতে। কোন সুধী ডোনেশন করেছেন, কিন্তু হিসাবে আসে নাই, এমনটি হলে বলতে পারেন। আয়-ব্যয়ের হিসাব দেখুন।
আয়:
ডোনেশন
কয়েস আহমদ (তালবাড়ী), আমেরিকা প্রবাসী ১১,৩৫০/-
সুলাইমান আল মাহমুদ (বীরদল), আমেরিকা প্রবাসী ৫,০০০/-
ফরুক আহমদ চৌধুরী (তালবাড়ী), লন্ডন প্রবাসী ১০,০০০/-
শাহেদ রহমান (ভাড়ারীমাটি), দুবাই প্রবাসী ৩,১০০/-
মোহাম্মদ হোসাইন চৌধুরী (ঘড়াইগ্রাম), পর্তুগাল প্রবাসী ৫,০০০/-
হাফিজ জহির আহমদ (পাত্রমাটি), লন্ডন প্রবাসী ১০,০০০/-
ইজ্জত উল্লাহ (নয়াগাউ), লন্ডন প্রবাসী ৫,০০০/-
মোশাররফ সুমন (দর্জিমাটি), আমেরিকা প্রবাসী ৫,০০০/-
মোঃ আশরাফ উদ্দিন শাকিল (আগতালুক), দুবাই প্রবাসী ৩,০০০/-
আরেক ভাই ৩,০০০/-
আফজাল হোসাইন (পাত্রমাটি), মালয়েশিয়া প্রবাসী ৫,১০০/-
আতিক সামী (নয়াগাউ), ফ্রান্স প্রবাসী ৫,০০০/-
শামসুল ইসলাম চৌধুরী (ছোটদেশ), ডেনমার্ক প্রবাসী ৫,০০০/-
মাওলানা দেলওয়ার হোসাইন (বাঁশবাড়ী), লন্ডন প্রবাসী ১০,০০০/-
এহসানুল হক জসীম (মাসিক নিয়মিত ডোনেশন) ১,০০০/-
মতিউর রহমান (মাসিক নিয়মিত ডোনেশন) ১,০০০/-
————————————————————————-
মোট ৮৭,৩৫০/-
পুর্বের জমা ২৬,০০০/-
সর্বমোট আয় ১,১৩,৩৫০/-
ব্যয়:
ওয়েবসাইট ডিজাইন বাবৎ প্রদান ১০,০০০/-
দুবাই প্রবাসী নাজমুল ইসলামকে প্রদান (বিশেষ খাত) ৩,০০০/-
চলমান মক্তব গবেষণার মাঠ পর্যায়ের ডাটা কালেকশনের
দ্বিতীয় কিস্তি প্রদান ৫ ইউনিয়নকে ২৬,০০০/-
মোট ব্যয় ৩৯,০০০/-
উদ্বৃত্ত বা আয়-ব্যায়ের পর জমা আছে ৭৪,৩৫০/-
কথায়: চুয়াত্তর হাজার তিন শত পঞ্চাশ টাকা মাত্র
ব্যাংকে জমা ৪৫,৫০০/(+)  + চিহ্ন দেওয়ার মানে এর চাইতে সামান্য কিছু বেশি
হাতে আছে ২৮,৫০০/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *