কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন আগামী জানুয়ারি মাসে উপজেলা ব্যাপী মক্তব বৃত্তি পরীক্ষার আয়োজন করতে যাচ্ছে। এই পরীক্ষা আয়োজনের জন্য একটি শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। পরীক্ষা কমিটির প্রধান করা হয়েছে জনাব মাওলানা সৈয়দ আব্দুল মালিককে। তিনি একজন সুযোগ্য ব্যক্তি। তরুণ মেধাবী একজন আলেমে দ্বীন। আমরা আশা করি, মাওলানা সৈয়দ আব্দুল মালিকের নেতৃত্বে উপজেলা ব্যাপী প্রথম মক্তব বৃত্তি পরীক্ষার আয়োজন সফল হবে।
উপজেলার একটি পৌরসভা ও নয়টি ইউনিয়ন থেকে একজন করে দশ জন এবং পরীক্ষা কমিটির প্রধান-সহ মোট ১১ সদস্য বিশিষ্ট কমিটি গঠিত হয়। কমিটিতে যারা আছেন-
(১) মাওলানা সৈয়দ আব্দুল মালিক- কমিটির প্রধান
(২) মাওলানা মু’তাসিম বিল্লাহ সাদী-পৌরসভা
(৩) মোঃ কামাল উদ্দিন-১ নং ইউনিয়ন
(৪) মাওলানা নজরুল ইসলাম-২ নং ইউনিয়ন
(৫) প্রভাষক আসাদুল আলম চৌধুরী- ৩ নং ইউনিয়ন
(৬) এম. জামিল আহমদ- ৪ নং ইউনিয়ন
(৭) মাওলানা আব্দুল কাদির ফারূক- ৫ নং ইউনিয়ন
(৮) সাংবাদিক মাহবুবুর রশীদ-৬ নং ইউনিয়ন
(৯) মাওলানা গোলাম কিবরিয়া ফয়সল- ৭ নং ইউনিয়ন
(১০) সাইফুল আলম-৮ নং ইউনিয়ন
(১১) মাওলানা ইমরান হোসাইন- ৯ নং ইউনিয়ন।
উল্লেখ্য, ইতোমধ্যে মক্তব বৃত্তি পরীক্ষার সিলেবাস প্রনয়ন করা হয়েছে। সিলেবাসের খসড়া কার্যনির্বাহী কমিটির সভায় পাশ হয়েছে। অক্টোবরের প্রথম সপ্তাহে সিলেবাস প্রকাশ করা হবে।