কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতি মাসে নিয়মিত হিসাব আপডেট করে আসছে। এরই ধারাবাহিকতায় জুন/২০২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হলো। আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে ‘পুর্বের জমা’ একটা দিক। পুর্বের জমার বিষয়টি দেখতে গত মাসের মিটিংয়ের রেজুলেশন দেখে নিতে পারেন, ওয়েবসাইটে আপ করা আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে।
আমরা শুরু থেকে বলে আসছি, কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব চাওয়ার সুযোগ থাকবে না কারো। কারণ, হিসাব নিয়মিত দেওয়া হবে। সুযোগ থাকবে, প্রদত্ত হিসাব নিয়ে যে কারো প্রশ্ন তুলার। অনেকে বলেন, ‘‘হিসাব আমার কাছে, যে কেউ ইচ্ছা করলে দেখতে পারবেন যে কোন সময়।’’ সেই কেউ যখন ইচ্ছা করে, অনেক ক্ষেত্রে তখন ঝামেলা বাঁধে। আমাদের আয়-ব্যয়ের হিসাব সব সময় ওপেন থাকবে। ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নিয়মিত আপ করা হবে।
জুন/২০২৪ মাসের হিসাব তৈরি করা হয়েছে জুন মাসে অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির সভা থেকে জুলাই মাসের সভার তারিখ পর্যন্ত। জুলাই মাসের নিয়মিত মাসিক সভা গত ৫ জুলাই তারিখে অনুষ্ঠিত হয়। অবশ্য সভাটি সংক্ষিপ্ত পরিসরে হয়।
জুন/২০২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব
আয়:
পুর্বের জমা ৭৪,৩৫০/-
(গত মাসের উদ্বৃত্ত বা আয়-ব্যায়ের পর জমা ছিলো)
ডোনেশন
আবু সুফিয়ান চৌধুরী (তালবাড়ী, লন্ডন প্রবাসী ২০,০০০/-
তাহের উদ্দিন (খাসেরমাটি), লন্ডন প্রবাসী ৫,০০০/-
এহসানুল হক জসীম (মাসিক নিয়মিত ডোনেশন) ১,০০০/-
মতিউর রহমান (মাসিক নিয়মিত ডোনেশন) ১,০০০/-
———————————————————————————
মোট ১,০১,৩৫০/-
ব্যয়:
চলমান মক্তব গবেষণার মাঠ পর্যায়ের ডাটা কালেকশনের
দ্বিতীয় কিস্তি প্রদান ৩ জনকে ১০,০০০/-
(কানাইঘাট পৌরসভা, সদর ইউনিয়ন ও ২ নং লক্ষীপ্রাসাদ প. ইউনিয়ন)
স্টেশনারী/প্রিন্ট/ফটোস্ট্যাট ইত্যাদি ৮০০/
(মক্তব গবেষণা সংক্রান্ত)
মোট ব্যয় ১০,৮০০/-
উদ্বৃত্ত বা আয়-ব্যায়ের পর জমা আছে (১,০১,৩৫০-১০,৮০০)= ৯০,৫৫০/-
কথায়: নব্বই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র
ব্যাংকে জমা ৬৫,৬৪৫/-
হাতে আছে ২৪,৯০৫/-