জুলাই-আগস্ট/২০২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব

কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশন প্রতি মাসে নিয়মিত হিসাব আপডেট করে আসছে। জুন/২০২৪ মাসের আয়-ব্যয়ের হিসাব দেওয়া হয়। দেশের পরিস্থিতির কারণে জুলাই মাসের হিসাব দেওয়া হয়নি। সাধারণত কার্যনির্বাহী কমিটির প্রতি মাসের নিয়মিত সভায় পুর্বের মাসের হিসাব পেশ ও পাশ করা হয়। আয়-ব্যয় না হলেও মিটিংয়ে হিসাব পেশ করার কথা। কিন্তু দেশের পটপরিবর্তনের প্রেক্ষাপটে আগস্ট মাসে কোন মিটিং হয়নি। সেপ্টেম্বর মাসে অনুষ্ঠিত সভায় জুলাই ও আগস্ট দুই মাসের হিসাব একসাথে উত্থাপন করা হয়।

জুলাই-আগস্ট/২০২৪ মাসে কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের আয়-ব্যয় খুব একটা নেই। একজন নিয়মিত মাসিক কমিন্টমেন্ট পরিশোধ করায় দু্ই হাজার টাকা পুর্বে জমার সাথে যুক্ত হয়। এই দুই মাসে কোন ব্যয় নেই। আয়-ব্যয়ের হিসাবের ক্ষেত্রে ‘পুর্বের জমা’ একটা দিক। পুর্বের এই জমা-সহ মোট আয় ধরা হয়েছে। পুর্বের জমার বিষয়টি দেখতে জুন মাসের মিটিংয়ের রেজুলেশন ও আয়-ব্যয়ের হিসাব দেখে নিতে পারেন, যা ওয়েবসাইটে আপ করা আছে এবং ফেসবুক পেজেও দেওয়া আছে।

আমরা শুরু থেকে বলে আসছি, কানাইঘাট গণশিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের হিসাব চাওয়ার সুযোগ থাকবে না কারো। কারণ, হিসাব নিয়মিত দেওয়া হবে। সুযোগ থাকবে, প্রদত্ত হিসাব নিয়ে যে কারো প্রশ্ন তুলার। অনেকে বলেন, ‘‘হিসাব আমার কাছে আছে, যে কেউ ইচ্ছা করলে দেখতে পারবেন যে কোন সময়।’’ সেই কেউ যখন ইচ্ছা করে, অনেক ক্ষেত্রে তখন ঝামেলা বাঁধে। আমাদের আয়-ব্যয়ের হিসাব সব সময় ওপেন থাকবে। ওয়েবসাইটে ও ফেসবুক পেজে নিয়মিত আপ করা হবে। জুলাই-আগস্ট/২০২৪ মাসের হিসাব সেপ্টেম্বরে অনুষ্ঠিত সভায় পাশ হয়েছে।

আয়:

পুর্বের জমা                                                                                        ৯০,৫৫০/-

(জুন মাসের উদ্বৃত্ত বা আয়-ব্যায়ের পর জমা)

 

ডোনেশন

এহসানুল হক জসীম (মাসিক নিয়মিত ডোনেশন)               ১০০০*২=২,০০০/-

———————————————————————————

মোট                                                                                               ৯২,৫৫০/-

 

 

 

ব্যয়:

নাই

(জুলাই ও আগস্ট মাসের রাজনৈতিক পরিস্থিতি ও পটপরিবর্তনের

প্রেক্ষাপটে সংগঠনের নিয়মিত কার্যক্রম কম হয়েছে)

 

 

 

মোট জমা আছে                                                                              ৯২,৫৫০/-

 

কথায়: বিরান্নবই হাজার পাঁচশত পঞ্চাশ টাকা মাত্র

 

 

ব্যাংকে জমা                                                                                       ৬৫,৬৪৫/-

হাতে আছে                                                                                          ২৬,৯০৫/-

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *